রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ২৪.৭৪ শতাংশ
বাংলাদেশে করোনাভাইরাসরংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৪ দশমিক ৭৪ শতাংশ।
বুধবার (২১ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে , বুধবার সকাল ৮টার পূর্ববতী ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৬ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, পঞ্চগড়ে চারজন, নীলফামারীর দুইজন, দিনাজপুরের দুইজন, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
একই সময়ে বিভাগে ১ হাজার ৭০২ নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৯০ জন, রংপুরের ৯৯ জন, পঞ্চগড়ের ৪৩ জন, নীলফামারীর ২৯ জন, গাইবান্ধার ২৭ জন, লালমনিরহাটের ১৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৩ জন ও কুড়িগ্রামের ২ জন রয়েছেন।
এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮২ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৪৬ জন, রংপুরের ১৬৫, ঠাকুরগাঁওয়ের ১৪৬, নীলফামারীর ৫৬, লালমনিরহাটের ৪৭, পঞ্চগড়ের ৪৫, কুড়িগ্রামের ৩৯ ও গাইবান্ধার ৩৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন।
এ ছাড়া বিভাগে করোনা শনাক্ত ৩৮ হাজার ৪১৬ জন রোগীর মধ্যে দিনাজপুর জেলায় ১১ হাজার ৫৮৩ জন, রংপুরের ৮ হাজার ৪৪৫ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ২৯০ জন, গাইবান্ধার ৩ হাজার ২৩৮ জন, নীলফামারীর ২ হাজার ৯৩৬ জন, কুড়িগ্রামের ২ হাজার ৭৯৬ জন, লালমনিরহাটের ২ হাজার ২০ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ১০৮ জন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।