বগুড়ায় আরো ১০ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (এক দিনে) আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৭ জন।  এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরো ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪৪ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঈদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরিক্ষা করে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এনিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬২৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। করোনায় মারা গেছেন ৫২৬ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৪ জন।