ময়মনসিংহ মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের সুমনা (৩৫), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০) ও রমেসা, (১০০), ত্রিশালের সামাদ (৯০), নেত্রকোনার বারহাট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদরের রাজিয়া (৮৫), মাদারগঞ্জের মেরি (৫০)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৭৯জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।