বরিশালে গত ২৪ ঘণ্টায় ২০ মৃত্যু, আক্রান্ত ১৮৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এসময় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৩ জন সহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই ) সকালে আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, সবর্শেষ  আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৯৫৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ৩ হাজার ৪৪২ জন, ভোলা জেলায় নতুন ৪৯ জনসহ মোট ২ হাজার ৮২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯ জনসহ মোট ৩ হাজার ৮৫৫ জন, বরগুনা জেলায় নতুন ৪ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ জন। 

এই বিভাগে মোট করোনায় আক্রান্ত ২৭ হাজার ৯৯৫ জন, সুস্থ ১৭ হাজার ৫২০ জন ও মৃত্যু হয়েছে ৪১৪ জনের৷ 

বিজ্ঞাপন

আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। আর করোনায় বরিশাল জেলায় ২ জন, পটুয়াখালীতে একজন, পিরোজপুরে ২ জন এবং ঝালকাঠিতে ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়।