লক্ষীপুরে আক্রান্ত ২০৫, মৃত্যু ১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষীপুরে এক দিনে সর্বোচ্চ ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যুবরণ করেছেন ১ জন।

বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত বছরের এপ্রিল মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এটাই এক দিনে সর্বোচ্চ আক্রান্ত। এছাড়া গত দশ দিনে লক্ষীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০১৭ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষীপুর জেলায় এ পর্যন্ত ৫০৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭০ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৮৫৯ জন। হাসপাতাল আইসোলেশনে ভর্তি আছেন ৯৮ জন।

বিজ্ঞাপন

লক্ষীপুর জেলায় অধিক হারে টিকা দেওয়ার জন্য আজ (বুধবার) থেকে জেলা পরিষদ মিলনায়তনে ৮ টি বুথের ব্যবস্থা করা হয়েছে। উপজেলায় এখন প্রতিদিন ২ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া যাবে।