বগুড়ায় কমেছে মৃত্যু ও সংক্রমণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গে ৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৮ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ২টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গে ৫ জন মারা গেছেন। একই সময়ে বগুড়ায় ৫০২ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ।

বিজ্ঞাপন

এনিয়ে বগুড়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন। করোনায় মারা গেছেন ৫৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮১৪ জন।