বরিশাল বিভাগে একদিনে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৮৫

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জন।

একই সময়ে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৮৫ জন। এ নিয়ে বরিশাল বিভাগের শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৮২৯ জনে।

বিজ্ঞাপন

রোববার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আর বিভাগে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৫৩ জন, পটুয়াখালীতে ১৩৭ জন, ভোলায় ৮৭ জন, পিরোজপুরে ৪৫ জন, বরগুনায় ৮৬ জন ও ঝালকাঠিতে ৭৭ জন রয়েছেন।