গাইবান্ধায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪, মৃত্যু ১  

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফাতেমা বেগম (৮২) নামের এক নারী করোনায় মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তের মধ্যে সদরে ৬ , গোবিন্দগঞ্জে ১৫, সাদুল্লাপুরে ৪, সুন্দরগঞ্জে ১, পলাশবাড়িতে ১৪, ফুলছড়িতে ১ ও সাঘাটা উপজেলায় ৩ জন রয়েছে।এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৯৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৮১৬ জন ও আর মৃত্যুবরণ করেছে ৪১ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার  ১৫৪ জনের রিপোর্ট পাওয়া গাছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন।

বিজ্ঞাপন