নোয়াখালীতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার উর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯ শতাংশ। এদিন ৭০৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে উল্লেখ করা হয়, এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৮ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, সুবর্ণচরে ১ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৫৩ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, চাটখিলে ৩৩ জন, সেনবাগ ৩৯ জন, কবিরহাটে ১৬ জন রয়েছেন। আরও জানা যায়, সুস্থ হয়েছেন দশ হাজার ৩২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৯ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ হাজার ৫৭ জন। এদের মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ৮৭ জন ভর্তি রয়েছেন।

এছাড়ও এ জেলায় করোনায় মারা গেছেন মোট ১৯১ জন। এরমধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২৩ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।