ফরিদপুরে বিনামূল্যে ৫’শ জনের ছানি অপারেশন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর   
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে ৫’শ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এর আগে ফরিদপুরের চরভদ্রাসনের চরাঞ্চলে আই ক্যাম্প আয়োজনের মাধ্যমে ১৫০০ রোগীর মধ্য থেকে এই ৫’শ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

এই উপলক্ষে শনিবার(৪ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ জানান, প্রতিবছরই তারা কয়েক’শ দরিদ্র রোগীকে বিনামূল্যে অপারেশনসহ যাবতীয় ঔষধ সরবরাহ করে থাকেন। এবছরই প্রথম আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সাথে রোটারী ক্লাব যুক্ত হয়েছে। তিনি আরো বলেন, এই সার্জারী গুলো মালেয়শিয়ান চিকিৎসকদের করার কথা ছিল, কিন্তু করোনার কারনে তারা না আসায় দেশের বিখ্যাত আই সার্জনগন এই অপারেশন গুলো করেছেন। এই আয়োজনে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালকে সহায়তা করেছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল ও রোটারী ক্লাব অব দামানসারা ওয়েষ্ট।

 

বিজ্ঞাপন