হাসপাতালে আলমারির তালা ভেঙে ফাইলপত্র তছনছ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা জেনারেল হাসপাতালের অফিস কক্ষের ৯ টি আলমারির তালা ভেঙে তছনছ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার (১৩ ডিসেম্বর)এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতালটির তত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতের কোন সময় হাসপাতালের ২য় তলায় অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে রুমগুলোতে থাকা  ৯টি আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ন কাগজ ও ফাইল পত্র তছনছ করে সংবদ্ধ চোরদল।

আজ সকালে অফিস পিয়ন মূল ফটকের গ্রিল খুলে তালাভাঙা ও ফাইলপত্র তছনচ দেখতে পান। আলমারিগুলোতে অফিস স্টাফদের সার্ভিস বই, ব্যাংকের চেক, ময়নাতদন্ত, ধর্ষনসহ বিভিন্ন সনদ ও নথিপত্র এবং টেন্ডারসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ন ফাইল ও কাগজপত্র ছিল। বর্তমানে সিআইডির ক্রাইমসিন ইউনিটের তদন্তের জন্য রুমগুলো আবদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন