নির্বাচনে পরাজিত হয়ে সমর্থকের বাড়িতে হামলা, আহত ৬

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রংপুরে গঙ্গাচড়ায় ইউপি নির্বাচনে পরাজিত হয়ে জয়ী প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ পরিবারের ৬ সদস্যকে গুরুতর আহত করেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছালাপাক গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে রোববার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তাজ উদ্দিন আহমেদ (টিউবওয়েল প্রতীক) বিজয়ী হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম (মোরগ প্রতীক)।

নির্বাচনে জয়ী প্রার্থীর পক্ষে কাজ করেন গোলাম মোস্তফা ও তার ছেলে মোকছেদ আলী। তাই আশাফুল আলমের পরাজয়ের পিছনে তাদের দায়ী করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সকালে পরাজিত প্রার্থী আশরাফুল আলমের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোলাম মোস্তফার বাড়িতে হামলা চালায়। এসময় গোলাম মোস্তফা, তার স্ত্রী শিউলি বেগম, ছেলে মোকছেদ আলী, মেয়ে রেবা আক্তার, লিজা বেগম ও পুত্রবধূ কাইফা বেগমকে বেধড়ক মারপিট করা  হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নবনির্বাচিত ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উদ্দিন আহমেদ বলেন, আশরাফুল নির্বাচনে পরাজিত হয়ে আমার সমর্থক মোকছেদ আলীর হাতের আঙ্গুল কেঁটে ফেলাসহ শিউলি বেগম, রেবা ও লিজার হাত ভেঙ্গে দিয়েছে।

এ বিষয়ে জানতে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশরাফুল আলমেরর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার বলেন, পরাজিত ও জয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।