ফরিদপুরে ৪৮০০ লিটার সয়াবিন তেল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে একটি গোডাউন থেকে ৪ হাজার ৮শ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তেল মজুদকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মে) বিকেলে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউন থেকে তেলগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অধিক লাভের আশায় হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দার পূর্বের দামের বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখে। বসুন্ধরা ও তীর কোম্পানির বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখেন ওই ব্যবসায়ী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঠালি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শোভারামপুরের একটি গোডাউনে তল্লাশি করা হয়। এসময় সেখানে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পাই। বেআইনি উপায়ে তেল মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পূর্বমূল্য অনুযায়ী জব্দকৃত তেল গোডানের সামনে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, বাজার কর্মকর্তা শাহদাত হোসেন ও সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।