উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো সাব মাঝি খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে শাহাব উদ্দীন (৩৫) নামের একে সাব মাঝিকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে ক্যাম্পের বসতঘরে ঢুকে শাহাব উদ্দীনের বুকের মাঝ বরাবর নিচে পেটের উপরে ও ডান হাতের পিছনে বাহুতে ছুরি দিয়ে কুপিয়ে এবং পেটের মাঝ বরাবর নাভির উপরে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হয় ।

বিজ্ঞাপন

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। তবে ভিকটিমের পরিবারসহ অন্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনোকিছু বলতে পারেনি। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।