রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ জনের মধ্যে জাহিদ হাসান (৪০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, জাহিদের শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে, শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ডহরগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদেরকে ওই দিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

দগ্ধ অন্যরা হলেন- জাহিদের স্ত্রী রুমা বেগম (২৭), মেয়ে লাবনী আক্তার জাহিদা (১১) ও ছেলে ইয়াসিন (৮)।

চিকিৎসকরা জানান, রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর ২২ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নুরুল হোসাইনের ছেলে। তার মেয়ে লাবনী স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে এবং ছেলে ইয়াসিন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।