বোয়ালখালীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন পোহানোর সময় দগ্ধ এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নূর বেগম বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ড মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী। তার ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
এর আগে, রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গোসল করে রান্না ঘরের চুলার আগুন পোহাচ্ছিলেন নূর বেগম (৬৫)। হঠাৎ কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। সাথে সাথে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বৃদ্ধার ছেলে নুরুল আবছার জানান, আগুনে শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।