ভাড়া বাসা খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে ১৮ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় উপজেলার শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকার শফি মেম্বারের বাড়ির পূর্বপাশে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রেফতার যুবকের নাম মোহাম্মদ আকাশ (১৯)। তিনি শিকলবাহা বাংলাপাড়া ফজল সর্দার বাড়ির মো. ফারুকের ছেলে। অন্যরা পলাতক রয়েছেন।

এঘটনায় শুক্রবার বিকেলে ভিকটিমের খালা রিজিয়া বেগম (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা করেছেন।

বিজ্ঞাপন

মামলায় পলাতক থাকা ৬ আসামিরা হলেন- শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহম্মেদের পুত্র ওমর ফারুক (২৩), ৩ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান মাঝির ছেলে মো. সোলেমান (২৩), রাজ্জাকের ছেলে মো.রাজু (২৪), মামুনের ছেলে সাকমান (২০), নুরুল আমিনের ছেলে জোবাইদ (২৩), এবং মৃত শেখ আহম্মদের মো. ছেলে আসিফ (২৩)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন (১৮ জানুয়ারি) ভিকটিম পেকুয়া হতে বিকেলে বাসে করে কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় আসেন। সেখানে মাহিন্দ্রা চালক মো. শওকত এর সাথে পরিচয় হয়। ভিকটিম চট্টগ্রামের গার্মেন্টসে চাকুরী করবে বলে তাঁকে জানান।

পাশাপাশি মাহিন্দ্রা চালককে কর্ণফুলী থানা এলাকায় একটি বাসা ভাড়া খুঁজে দিতে বলেন। ইতিমধ্যে মাহিন্দ্রা চালক বাসা খোঁজার জন্য তার বান্ধবী বিলকিছ আক্তারকে ফোন করে মইজ্জ্যারটেক মোড়ে নিয়ে আসেন।

পরে ভিকটিমসহ ঐদিন সন্ধ্যার দিকে পায়ে হেঁটে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা খুঁজতে থাকেন। রাতে সাড়ে ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) বিল্লাপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তাদের মারধর করে ভিকটিমকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যান।

পরে বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে পালাক্রমে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মোহাম্মদ আকাশকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বৃহস্পতিবার মেয়েটি কক্সবাজারের পেকুয়া থেকে নিজের মত চট্টগ্রাম আসে। কর্ণফুলী এলাকায় বাসা খুঁজতে গেলে গণধর্ষণের শিকার হয়। গতকাল রাতে ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। ভিকটিমকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাতজনকে আসামি করে আজকে থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।