শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, ছবি: সংগৃহীত

সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা (৪.৪২০ কেজি) মূল্যমানের স্বর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই স্বর্ণ জব্দ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এ-শিফট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এ-শিফটের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান করেন। এ সময় মাস্কাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে রামেজিং করা হয়। রামেজিং কালে বিমানের সিট নং ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে বিমানের দায়িত্বরত সবার সামনে ভিডিও ধারণপূর্বক কালো স্কচটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস দশ তোলা) গোল্ডবার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধারকৃত গোল্ডবারের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দর এ-শিফটের সদস্যগণের তৎপরতায় ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়। জব্দকৃত স্বর্ণগুলো কাস্টমস হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি।

স্পেশাল ট্রেনে চড়ে চট্টগ্রাম থেকে কক্সাবাজার আসবেন স্পিকার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারে আসবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ১৯ জুলাই সকাল ৭টায় চট্টগ্রাম থেকেই ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’ -এ সুপার সেলুন কোচে করে তিনি এই ভ্রমণ করবেন। রেলমন্ত্রীর পর সরকারের প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই রুটে ট্রেনে ভ্রমণ করছেন।

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এমএ কামাল বিল্লাহ জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই নিজেই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার জেলা সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।

চট্টগ্রাম রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, কক্সবাজার স্পেশাল ট্রেনে করে কক্সবাজার যাবেন স্পিকার। সেজন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হয়েছে। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে।

;

এক মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বরিশাল
নিখোঁজ অভিষেক ঘোষে

নিখোঁজ অভিষেক ঘোষে

  • Font increase
  • Font Decrease

নিখোঁজের এক মাস পরেও অভিষেক ঘোষের (২৬) সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় নিখোঁজ তরুণের বাবা-মা। অভিষেক বরিশালের গৌরনদী উপজেলা বিল্বগ্রাম এলাকার মৃণাল কান্তি ঘোষের ছেলে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে নিখোঁজ যুবকের পিতা মৃণাল কান্তি ঘোষ জানান, গত ২ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অভিষেক। এরপর বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে খুজে পেতে ৪ জুন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরও জানান, অভিষেক একটু বাউল প্রকৃতির ছেলে। ছেলেকে খুঁজে পেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

;

বরিশালে আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ছেড়ে দেয়ার অভিযোগ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
অস্ত্রসহ কিশোর গ্যাং আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

অস্ত্রসহ কিশোর গ্যাং আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

  • Font increase
  • Font Decrease

কিশোর গ্যাং দমনে সরকার কঠোর অবস্থানে থাকলেও তার প্রভাব পড়েনি বরিশালের গৌরনদীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা গৌরনদীতে কিশোর গ্যাংয়ের উপদ্রবের বিষয়টি বিভিন্ন সভা সমাবেশে বলে আসলেও দমনের পরিবর্তে কিশোর গ্যাং সদস্যদের ধারালো অস্ত্রসহ আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

বরিশাল গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ মিয়া রাসেল জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর থেকে ইমন সরদার ও হাফিজুল নামের দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি আমি থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলামকে জানিয়েছি। পরবর্তীতে রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেয়া হয়।

গৌরনদী মডেল থানার এএসআই সুজন জানান, দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে ধারালো ক্ষুরসহ দুইজনকে আটকের পর এসআই দেলোয়ার হোসেনের জিম্মায় দিয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এরপর কি হয়েছে তা জানা নেই। এসআই দেলোয়ার হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি।

ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি। পরে মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

;

স্কুল ব্যাগে গাজার চালান, ২ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
স্কুল ব্যাগে গাজার চালান, ২ মাদক কারবারি আটক

স্কুল ব্যাগে গাজার চালান, ২ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

অভিনব পদ্ধতিতে ফাঁকি দিয়ে স্কুল ব্যাগে করে গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে আমতলী পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

আটক মাদক কারবারি মিলন মোল্লা (৪০) বরিশালের রুপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে ও অপর মাদক কারবারি গোলাম রাব্বি (২৫) বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইউব আলীর ছেলে।

বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগেই ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো আজ (৫ জুলাই) সকালে আমতলীতে বড় ধরনের মাদকের চালান পাচার হবে। তথ্য মোতাবেক (৪ জুলাই) গভীর রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম তার সাথে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক রুবেল হাওলাদারসহ ডিবি পুলিশের একটি দল আমতলী অবস্থান নিয়ে মাদক চোরাচালানের তথ্যের বিষয়ে খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ডিবি। এসময় তাদের সাথে থাকা স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বার্তা২৪.কম-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি (৫ জুলাই) সকালে আমতলী উপজেলায় বড় ধরনের মাদকের চালান বিক্রি হবে। একারনে ফোর্স নিয়ে আমতলীতে অভিযান পরিচালনা করি। সন্দেহভাজন হিসেবে মিলন মোল্লা (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) তাদের সাথে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করি।

তিনি আরো বলেন, উদ্ধার করা গাঁজার বাজার মূল্য দেড় লাখ টাকা। গাঁজাসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

;