বরিশালে আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ছেড়ে দেয়ার অভিযোগ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
অস্ত্রসহ কিশোর গ্যাং আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

অস্ত্রসহ কিশোর গ্যাং আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

  • Font increase
  • Font Decrease

কিশোর গ্যাং দমনে সরকার কঠোর অবস্থানে থাকলেও তার প্রভাব পড়েনি বরিশালের গৌরনদীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা গৌরনদীতে কিশোর গ্যাংয়ের উপদ্রবের বিষয়টি বিভিন্ন সভা সমাবেশে বলে আসলেও দমনের পরিবর্তে কিশোর গ্যাং সদস্যদের ধারালো অস্ত্রসহ আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

বরিশাল গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ মিয়া রাসেল জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর থেকে ইমন সরদার ও হাফিজুল নামের দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি আমি থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলামকে জানিয়েছি। পরবর্তীতে রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেয়া হয়।

গৌরনদী মডেল থানার এএসআই সুজন জানান, দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে ধারালো ক্ষুরসহ দুইজনকে আটকের পর এসআই দেলোয়ার হোসেনের জিম্মায় দিয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এরপর কি হয়েছে তা জানা নেই। এসআই দেলোয়ার হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি।

ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিলো। তাদের কাছে কিছু পাওয়া যায়নি। পরে মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলা ব্লকেড: মিন্টো রোডে যান চলাচল বন্ধ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
মিন্টো রোডে যান চলাচল বন্ধ, ছবি: বার্তা২৪.কম

মিন্টো রোডে যান চলাচল বন্ধ, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড ঢাকা ভিআইপি সড়ক মিন্টো রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের সড়ক বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের একটি অংশ ফার্মগেট অভিমুখে আরেকটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টোরোডের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে কোটা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে।

রাজধানীর ভিআইপি এলাকা মিন্টো রোডে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, পুলিশ প্রধানের বাড়ি ও মন্ত্রীপরিষদের বাড়িসহ প্রধান বিচারপতির বাড়ি রয়েছে। 

এদিকে মিন্টো রোডে শিক্ষার্থীরা অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। সড়কের পাশে প্রস্তুত করা হয়েছে জলকামানসহ সাজোয়া যান।

;

পুলিশি ব্যারিকেড ভেঙে ফার্মগেট অবরোধ শিক্ষার্থীদের



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ফার্মগেট অবরোধ শিক্ষার্থীদের

ফার্মগেট অবরোধ শিক্ষার্থীদের

  • Font increase
  • Font Decrease

কোটা সংস্কারের দাবিতে ফার্মগেট অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পুলিশের দুই দফা ব্যারিকেড ভেঙে কয়েক হাজার শিক্ষার্থী ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজারে পুলিশি ব্যারিকেড ভেঙে ফার্মগেটের অভিমুখে শিক্ষার্থীরা। মাইকে বারবার কারওয়ান বাজার অবস্থানের ঘোষণা দেওয়া হলেও একটি গ্রুপ ফার্মগেটের দিকে রওনা দিয়েছে।

রোববার (৭ জুলাই) আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আজ (রোববার) আমরা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি। কাল ফার্মগেট পার হয়ে যাব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন। আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব।

প্রসঙ্গত, ৫ জুন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। এ অবস্থায় আদালতের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য আজ ৪ জুলাই দিন নির্ধারণ করা হয়েছিল। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়, আপাতত আগের মতোই বহাল থাকছে মুক্তিযোদ্ধা কোটা। তাই পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজও হচ্ছে কোটা সংস্কার আন্দোলন।

;

ঈশ্বরগঞ্জে ফার্মাসিস্ট দিয়ে চলেছে উপস্বাস্থ্য কেন্দ্র



উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
ছবি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র/বার্তা২৪.কম

ছবি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র/বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রতিদিন অন্তত ৭০/৮০ জন রোগী স্বাস্থ্যকেন্দ্রে আসেন চিকিৎসা সেবা নিতে। কিন্ত চিকিৎসক না থাকায় তাদের প্রত্যেককেই ফিরতে হয় আশাহত হয়ে। অন্যান্য জনবল সংকটের পাশাপাশি নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। রয়েছে অব্যবস্থাপনা ও তদারকির অভাব। এমন চিত্র ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের।

জানা গেছে, রাজিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চারটি পদ রয়েছে। একজন করে মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও এমএলএমএস। এরমধ্যে চার বছর ধরে মেডিকেল অফিসারের পদটি খালি। এলএমএস পদও শূন্য। আর উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদ থাকলে দায়িত্ব পালন করেন অনিয়িমত জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে দেখা গেছে, রাজিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের দরজা-জানালা ভাঙা। দুতলায় কেউ না থাকায় ময়লা অবর্জনায় ভরপুর। এছাড়াও নেই প্রয়োজনীয় আসবাবপত্র। এখানে চিকিৎসা নিতে রোগীদের চিকিৎসা সেবা দেন ফার্মাসিস্ট তোফায়েল।

তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রতিদিন ৭০/৮০ জন রোগী চিকিৎসা সেবা নিতে আসে। তিনি চার বছর ধরে এখানে কর্মরত। এরমধ্যে কোনো মেডিকেল অফিসারকে দেখেননি।

স্থানীয়রা জানান, স্বাস্থ্যকেন্দ্রটি উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার থাকলেও মাসে চার/পাঁচ দিনের বেশি তিনি আসেন না।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল (৪৫) জানান, তিনি এসেছেন গ্যাস্ট্রিকের ঔষুধ নিতে। সাথে প্যারাসিটিমলও নিবেন। চিকিৎসক না দেখিয়ে কেন নিজেই নাম ধরে ঔষুধ নিবেন এমন প্রশ্ন কররে তিনি বলেন,‘এইনো কারে কইয়াম,কোনো ডাক্তর তো নাই। তাই ঠেহা (প্রাথমিক) কাম সারি আরকি।'

বেদেনা বেগম( ৫০) বলেন, 'শইলডা জালাপোড়া করে, হাতপাও চাবায়। রাইতে ঘুমায়তাম পারিনা। সদরে গিয়া যে ডাক্তর দেহাইয়াম হেইডার যোগাড় নাই। অহন তো দেহি এই হসপিটালে ডাক্তর নাই। অহন কিতা করবাম। অহন নিজেই কইছি আইরন ও ভিটামিনের বড়ি দিতো।'

এ ব্যাপারে রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলী ফকির জানান,এই হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মজনু মিয়া গত কিছুদিন আগে সরকারী ঔষুধ নিয়ে পালানোর সময় জনতা হাতে নাতে ধরে। কিন্তু কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এছাড়া ফার্মাসিস্ট সপ্তাহে ২/৩দিন আসলেও ঘন্টাখানেক ওষুধ দিয়ে চলে যায়। এ ঘটনা তিনি উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোমাইয়া হোসেন লিয়া জানান, চার বছর ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত কোন চিকিৎসক নেই। পরপর দুজন চিকিৎসক নিয়োগ পেলেও উচ্চতর প্রশিক্ষণ এর কারণ দেখিয়ে তারা চলে যান। আর উপসহকারি কমিউনিটি অফিসার মজনু মিয়ার অনিয়মিত থাকার বিষয়ে বলেন, এ বিষয়ে খোঁজ নেবো।

;

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, অল্পের জন্য রক্ষা বহু প্রাণ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সিলেটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ যাত্রী। সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের (সাত মাইল) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস।

তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ২৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ এপিবিএন’র মিডিয়া কর্মকর্তা এএসআই মোহাম্মদ পাবেল।

জানা যায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যরা বাসটির যাত্রী, ড্রাইভার ও সুপাইভারকে উদ্ধার কাজ শুরু করে।

এরই মধ্যে ৭ এপিবিএন’র কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে করে অল্পের জন্য বাসে থাকা ২৫ যাত্রী প্রাণে রক্ষা পান।

এএসআই মোহাম্মদ পাবেল জানান, এ ঘটনায় কেউই বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি, সবাই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন।

;