‘পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব খুশি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বৈঠক করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) হযরত শাহজালাল বিমানবন্দরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।  

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। 

এসময় তিনি ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। 

পরে তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুর উদ্দেশে রওয়ানা হন। 

এর আগে দুপুরে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

উল্লেখ্য, খুবই সংক্ষিপ্ত মাত্র আড়াই ঘণ্টার সফরে বাংলাদেশে অবস্থান করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।