ফেনীতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় বাড়ির পাশে খালি জায়গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নিলয় (১০) ও নাজিফা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। এর মধ্যে নিলয় ওই এলাকার আমিন উল্ল্যাহ মৌলভী বাড়ির আলাউদ্দিনের ছেলে ও নাফিজা একই বাড়ির সালাহ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিলয় ও নাজিফা বাড়ির পাশে খালি জায়গায় খেলছিল। এ সময় সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তার স্পর্শ হয়ে আশপাশের জায়গা বিদ্যুতায়িত হয়ে যায়। খেলতে খেলতে সেখানে গেলে শিশু নিলয় ও পরে নাজিফা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।