ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বান্দরবানে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল বলেন, দুই হাজার ছাত্রজনতার রক্তখেকো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে অন্যথায় ছাত্রজনতা আরো দূর্বার আন্দোলন গড়ে তোলে সন্ত্রাসী ছাত্রলীগসহ ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করবে।

গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, জোবায়ের হোসেন ও মাহীর ইরতিসাম সহ অন্যান্য ছাত্রনেতা ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।