গ্যাসের দাম কমানোর দা‌বিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করে গণতা‌ন্ত্রিক বাম ঐক্য, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানববন্ধন করে গণতা‌ন্ত্রিক বাম ঐক্য, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্যাসের দাম কমানোর দা‌বিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গণতা‌ন্ত্রিক বাম ঐক্য।

শ‌নিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন সংগঠ‌নের ২৫/৩০জন নেতাকর্মী।

বিজ্ঞাপন

সভাপ‌তির বক্ত‌ব্যে গণতা‌ন্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলা‌দেশের কমিউ‌নিস্ট পা‌র্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কম‌রেড ডা. এম সামাদ ব‌লেন, ‘গ্যা‌সের দা‌বি কমা‌নো দাবি কোনো সংগঠ‌নের নয়। এটা ১৬ কো‌টি মানু‌ষের প্রা‌ণের দা‌বি। এই সরকার গণবান্ধব সরকার নয়। ক‌রের না‌মে জনগ‌ণের মাথায় বড় বোঝা চা‌পি‌য়ে দি‌য়ে‌ছে। গ্যা‌সের দাম বৃ‌দ্ধি ক‌রে মানুষ‌কে আরও বে‌শি ক‌ষ্টে ফে‌লে দি‌য়ে‌ছে। হরতাল পাল‌নের পর সরকা‌রের অবস্থান অনড় র‌য়ে‌ছে। প্র‌য়োজ‌নে আরও ক‌ঠোর কর্মসূচি দেওয়া হ‌বে।’

সাম্যবাদী দ‌লের সাধারণ সম্পাদক কম‌রেড হারুন চৌধুরী ব‌লেন, ‘সরকারের ভূলনী‌তি, দুর্নী‌তি ও লুটপাটের দা‌য় জনগণ মে‌নে নে‌বে না। আইনে আছে গ্যাস বিদ্যুৎ কোম্পানিগু‌লো লাভজনক অবস্থায় থাক‌লে দাম বাড়া‌নো যা‌বে না। ছয়‌টি গ্যাস কোম্পানির পাঁচটিই লাভজনক। কিন্তু এরপরও গ্যা‌সের দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন- সমাজতা‌ন্ত্রিক মজদুর পা‌র্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, জাতীয় বিপ্লবী পা‌র্টির আহ্বায়ক কম‌রেড আবুল কালাম আজাদ প্রমুখ।