বিস্ফোরণে ৭ শিশুর মৃত্যু: বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ছিল বুধবার,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ছিল বুধবার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুর মৃত্যুর ঘটনায় বেলুন (গ্যাস বেলুন) বিক্রেতা আবু সাইদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অবৈধ বিস্ফোরক দ্রব্য রাখা ও হত্যার অভিযোগে বেলুন বিক্রেতা আবু সাইদকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলেই তাকে থানায় নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় আমরা তদন্ত করে দেখছি। আমাদের তদন্ত সঠিক পথে এগোচ্ছে।

এর আগে বুধবার বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় সিলিন্ডারের গ্যাসের সাহায্যে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন আবু সাইদ। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরো তিনটি শিশু মারা যায়।

বিজ্ঞাপন

এ পর্যন্ত এ ঘটনায় দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১২টি শিশু, দু’জন পুরুষ ও এক নারী রয়েছেন।

আরও পড়ুন: 

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু 

বিকট শব্দ, পেছনে তাকাতেই চার শিশুর রক্তাক্ত শরীর!

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন বার্ন ইনস্টিটিউটে
'আমার বাপের শরীলডা তিন ভাগ হয়া গেছে'

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ, বেলুন বিক্রেতা আটক