মানুষ পুলিশকে বন্ধু হিসেবে দেখতে চায়: ডিএমপি কমিশনার
সাধারণ মানুষ পুলিশকে বন্ধু হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘মানুষের সেবা করার মানসিকতা গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশা বেড়ে গেছে তা আমাদের বুঝতে হবে। তারা পুলিশকে বন্ধু হিসেবে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা কি চাই তার পরিষ্কার ধারনা থাকতে হবে। গতানুগতিক হলে আপনার ক্যারিয়ারও গতানুগতিক হবে। আর ভাল কাজ করলে ভাল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ থাকবে।’
শনিবার (২ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নতুন অফিসারদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নিতে হবে। কিছু না বুঝলে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। মনে রাখতে হবে ট্রেনিং শেষে যে দিন কর্মস্থলে যোগদান করবেন সেদিনই এমন কিছু লোককে নেতৃত্ব দিতে হবে যাদের অধিকাংশের ১৫/২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকবে।’
তিনি বলেন, ‘নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।’