১৫০ টাকায় নাদিয়া ভ্যারাইটিজে গৃহস্থালি পণ্য

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

থালা-বাসন থেকে দেয়ালে টানানোর ছবির ফ্রেম অর্থাৎ গৃহস্থালি সব বিক্রি হচ্ছে এক ছাদের নিচে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাদিয়া ভ্যারাইটিজ এন্ড গিফট কর্ণার স্টলে বিক্রি হচ্ছে পণ্যগুলো। প্রতিটির পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। সারিবদ্ধ করে সাজানো গৃহস্থালি পণ্যগুলো দেখতে সবচেয়ে বেশি আসছেন মহিলা ও শিশু দর্শনার্থীরা।

শনিবার (২৫জানুয়ারি) বাণিজ্য মেলার পূর্বদিকে অবস্থিত স্টলটিতে দিয়ে দেখা গেছে, মহিলা ও শিশু দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কেউ দেখছেন, কেউ কিনছেন আর কেউ দাম-দর করছেন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে স্টলটির সামনে বসানো হয়েছে দুটি সাউনন্ড বক্স। আর তাতে গানে গানে উচ্চস্বরে বাজানো হচ্ছে দোকানের পন্যগুলোর নাম ও দাম।

বিজ্ঞাপন
banijjo mela
প্রতিটি পণ্যের মূল্য ১৫০ টাকা

স্টলটির দক্ষিণ অংশে রয়েছে বিভিন্ন রকমের ‘লাভ পিলো’ রুম সাজানোর ঝাড়বাতি, বিভিন্ন রকমের ফুল, প্লস্টিকের ফল। মধ্যখানে সাজানো রয়েছে বিভিন্ন রকমের আয়না, গ্লাস, চায়ের কাপ, পিরিচ, ঘড়ি, পানির পট, মানচিত্র, সেমাই ও তরকারির কাঁচের বাটি, স্টিলের চামচ, কড়াই, থালা, বাসন, হটপট, সোফাসেট এবং রুমের পাপোশ ইত্যাদি। এর মধ্যে কিছু পণ্যের দাম ১৫০ টাকা। আর কিছু পণ্যের এক সেটের দাম ১৫০ টাকা।

দেখা গেলো, মেলায় আগত যে দর্শনার্থীই আকৃষ্ট হয়ে স্টলটিতে ঢুকছেন তারা পছন্দনীয় কোন না কোন পণ্য কিনে নিচ্ছেন। তবে ক্রেতাদের অভিযোগ, মৌচাক, গাউছিয়া কিংবা নিউ মার্কেটের তুলনায় কিছু কিছু পণ্যের দাম অনেক বেশি।

বিজ্ঞাপন

মিরপুর থেকে আসা নবদম্পতি সাদিয়া আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘চামচ, ফ্রেম, টেবিলে রাখার জন্য বুকপ্যাড ইত্যাদির দাম অনেক বেশি। এগুলো নিউ মার্কেটে ৭০-৮০ টাকা করে বিক্রি হয়। এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫০ টাকা।’

banijjo mela
প্রতিটি পণ্যের মূল্য ১৫০ টাকা

ঠিক একই কথা বলেন ছেলে-মেয়েকে নিয়ে আসা মারজিয়া আক্তার। তিনি বলেন, ‘ছেলেদের খেলাগুলো বাইরে ৮০-৯০ টাকায় বিক্রি হয়। এখানে ১৫০ টাকার কমে দিচ্ছে না। বাচ্চারা কান্নাকাটি করবে তাই বাধ্য হয়ে কিনতে হয়েছে।’

দোকানে কর্মরত মিনহাজ বার্তা২৪.কমকে বলেন, আমাদের দোকানে ৮০-৯০ ধরনের পণ্য রয়েছে। গত ৭ বছর ধরে বাণিজ্য মেলায় এই পণ্যগুলো বিক্রি করি। ঘর সাজানোর পণ্য আমরা বেশি বিক্রি করছি।’

মিনহাজ আরও বলেন, ‘সব পণ্যের দাম দিয়ে মূল্যায়ন হয় না। কিছু পণ্য রয়েছে ৩০০ টাকার সেগুলোর আমরা মেলা উপলক্ষে ১৫০ টাকায় বিক্রি করছি। আমরা তো আর লস দিয়ে বিক্রি করবো না। এখানে ব্যবসার জন্য এসেছি।’