সাভারে ২ বছর ধরে শিকলবন্দী যুবক উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

শিকলে বন্দী মোহাম্মদ টিপুকে উদ্ধার, ছবি: বার্তা২৪.কম

শিকলে বন্দী মোহাম্মদ টিপুকে উদ্ধার, ছবি: বার্তা২৪.কম

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে লোহার শিকলে বন্দী অবস্থায় মোহাম্মদ টিপু (২৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউন্দিয়া ইউনিয়নের কুমার বাড়ি গ্রামের একটি ভাঙা ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। গত দুই বছর যাবৎ ওই যুবককে শিকলে বন্দী করে রাখা হয়েছিল বলে জানা গেছে। কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত ওই যুবককে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ টিপু সাভারের কাউন্দিয়া ‌ইউনিয়নের কুমার বাড়ির বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কুমার বাড়ি গ্রামের একটি ভাঙা ঘর থেকে শিকলে বন্দী অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে প্রায় দুই বছর ধরে শিকলে বন্দী করে রাখা হয়েছিল। তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল না। ওই যুবককে তার মায়ের কাছে হস্তান্তর করেছেন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন ভেবে প্রায় ২ বছর লোহার শিকলে বেঁধে একটি টিনের ভাঙা খোয়ারে বন্দী করে রাখেন মোহাম্মদ টিপুর মা।