মাদক মামলায় ক্যাসিনো খালেদ বললেন, ‘আমি নির্দোষ’

  ক্যাসিনো
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক করার পর খালেদকে হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

আটক করার পর খালেদকে হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে মাদক মামলায় চার্জ গঠন করেছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ চার্জ গঠন করেন। এর মাধ্যমে মাদক মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বিজ্ঞাপন

চার্জ শুনানির পর খালেদকে জিজ্ঞাসা করা হয়, তার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী না নির্দোষ। এ সময় খালেদ বলেন, ‘আমি নির্দোষ’।

খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেফতার করা হয় গত বছরের ১৮ সেপ্টেম্বর। এ সময় তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা আরও দু’টি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও দুই প্যাকেটে ৫৮২ পিস ইয়াবা জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে ১০ লাখ ৩৪ হাজার টাকা ও প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার জব্দ করা হয়।

বিজ্ঞাপন