করোনা মোকাবিলায় সিলেটে তিন হাসপাতাল প্রস্তুত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল/ছবি: সংগৃহীত

সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল/ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সিলেটে তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল গুলো হলো- সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও হযরত শাহপরান (র.) হাসপাতাল। এই তিন হাসপাতালে সর্বমোট ১৫১টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে আমরা হাসপাতাল গুলো প্রস্তুত করে রেখেছি। করোনা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আমরা।

তিনি বলেন, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের তিনটি স্থলবন্দরে আমাদের মেডিকেল টিম কাজ করছে। সন্দেহজনক কাউকে পেলে তাকে হাসপাতালে আনা হবে।

এদিকে সিলেট জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও ব্যাপক প্রচারের জন্য সিলেট সিটি করপোরেশন, সকল পৌরসভা ও উপজেলা পরিষদকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিদেশ থেকে আগত ব্যক্তিদের নিজস্ব বাসস্থানে সেলফ কোয়ারেন্টাইনে থাকা ও যদি কোনো ব্যক্তির বিদেশ থেকে ফেরত আসার পরবর্তী ১৪ দিনের মধ্যে কোন প্রকার উপসর্গ দেখা দেয় তাহলে তাকে সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন