পুরোপুরি সুস্থ খুবির সেই নেপালি শিক্ষার্থী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আমি পুরো সুস্থ, ভালো আছি, কোনো সমস্যা নেই’ (আই অ্যাম কোয়াইট ফিট, ওয়েলl, নো প্রব্লেম)- প্রথাগতভাবে সম্বোধন করে ইংরেজিতে এমনভাবে শারীরিক অবস্থার কথা জানালো খুলনা বিশ্ববিদ্যালয়ের নেপালি ছাত্র মহাদেব তিউয়ারি।

বুধবার (১১ মার্চ) দুপুরে খুবি'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন মহাদেব।

বিজ্ঞাপন

গত রোববার জ্বর নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান মহাদেব তিউয়ারি। আর তাতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই নেপালি শিক্ষার্থীকে নিয়ে করোনাভাইরাস সন্দেহের গুজব ছড়িয়ে পড়ে। পরে তা মিথ্যা প্রমাণিত হয়। তবে সন্দেহ দূর করতে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে গত ৫ দিন আইসোলেশনে রাখা হয়।

এবিষয়ে মহাদেব তিউয়ারি বলেন, 'আমি পুরো সুস্থ, ভালো আছি, কোনো সমস্যা নেই। নেপালে আমার পরিবারের সাথে নিয়মিত কথা হচ্ছে'।

বিজ্ঞাপন

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নেপালি ছাত্রের থাকা-খাওয়াসহ অন্যান্য খোঁজ-খবরও নেন। তাকে শীঘ্রই হলের রুমে ফিরে ক্লাস ও পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। করোনাভাইরাসের বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই এ বিষয়ে যথাযথভাবে নিশ্চিত না হয়ে গুজব না ছড়ানোর জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান।