সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

সুন্দরবন

সুন্দরবন

করোনা সংক্রমণ ঠেকাতে সুন্দরবনের সব পর্যটন এলাকায় সাময়িকভাবে পর্যটকদের চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। সুন্দরবনের সকল পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে খুলনা অঞ্চলের বিভাগীয় বন সংরক্ষক মঈনুদ্দিন খান এ তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

মঈনুদ্দিন খান জানান, নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে সরকার প্রজ্ঞাপন দ্বারা জনসমাগম নিষিদ্ধ করায় সুন্দরব‌নের সকল পর্যটন কেন্দ্র সমূহে পর্যটক আগমন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরুৎসাহিত করা হলো।