খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকল হামলাকারীদের অবিলম্বে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। মানববন্ধনের আয়োজন করেছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ।
দাবিগুলো হলো- অবিলম্বে ৭২ ঘণ্টার মধ্যে সকল হামলাকারীদের গ্রেফতার এবং ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ হতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জনমতের ভিত্তিতে প্রণিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাসহ ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমরা গত ১৫ বছর ক্যাম্পাসে ভয়ের মধ্যে বসবাস করেছি। জুলাই বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম ক্যাম্পাসগুলো এখন ছাত্রদের জন্য নিরাপদ। গত ৬ মাসে আমরা কোনো চাঁদাবাজি দেখিনি। কোথাও আমরা হামলা মামলা নির্যাতনের ঘটনা দেখনি। আমরা কোনো ট্যাগের রাজনীতি দেখিনি। অথচ আমরা দেখছি ছাত্রদলের হাতে এখন ছাত্রলীগের অস্ত্র।
বক্তারা আরও বলেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো অস্ত্র হাতে তুলে নেয়, তাহলে বাংলাদেশের জনগণ এবং সাধারণ ছাত্রসমাজ কখনোই মেনে নিবে না। ছাত্রদলসহ যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা আবারও ভয়ের রাজনীতি করতে চায়, ট্যাগিংয়ের রাজনীতি শুরু করতে চায়, তাহলে আমরা ছাত্রসমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াব। ক্যাম্পাস শুধু হবে ছাত্রদের। কোনো বহিরাগত ক্যাম্পাসে আসতে পারবেনা।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের মুখপাত্র প্রকৌশলী আলী আম্মার মোয়াজ, মুখ্য সমন্বয়ক প্রকৌশলী মাহমুদুর রহমান, প্রেস উইংয়ের সদস্য প্রকৌশলী জিহাদুল হক, কুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।