মোড়ে মোড়ে বাসদের হ্যান্ডওয়াশ কর্নার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বাসদের হ্যান্ডওয়াশ কর্নার/ছবি: বার্তা২৪.কম

বাসদের হ্যান্ডওয়াশ কর্নার/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রংপুর নগরীর বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য অস্থায়ী হ্যান্ডওয়াশ কর্নার স্থাপন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)। সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর লালবাগ বটতলা, কাচারি বাজার, মাহিগঞ্জ আমতলা ও গ্র্যান্ড হোটেল মোড়ে এসব হ্যান্ডওয়াশ কর্নার স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, পার্টির সাধ্য অনুযায়ী বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। এর মাধ্যমে জনগণকে করোনা প্রতিরোধের জন্য সচেতন করে তোলার চেষ্টা করছি। কিন্তু এ বিষয়ে সবচেয়ে কার্যকরী ও পর্যাপ্ত উদ্যোগ স্থানীয় প্রশাসন, সিটি করেপোরেশনকে নিতে হবে।

এদিকে বাসদের এমন উদ্যোগে খুশি সুবিধাভোগীরা। তাদের দাবি, নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লা, ফ্যাক্টরি ও জনসমাগমপূর্ণ এলাকায় হাত ধোয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি নিশ্চিত করা হোক ফেস মাস্ক বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ।

বিজ্ঞাপন