রান্না করে খাবার নিয়ে গেলেন মহিলা আ.লীগ নেত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

রান্না করে খাবার নিয়ে গেলেন মহিলা আ.লীগ নেত্রী

রান্না করে খাবার নিয়ে গেলেন মহিলা আ.লীগ নেত্রী

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঘরে দিন কাটাতে হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষকে। এমন অবস্থায় কাজ করতে না পেরে ‘দিন এনে দিন খাই’ পরিবারগুলো এখন প্রায়ই অভুক্ত থাকছে। অসহায় সেই সব মানুষদের জন্য নিজে রান্না করে ঘরে ঘরে খাবার নিয়ে গেলেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরের চরপাড়া এলাকার শতাধিক দুস্থ-অসহায় মানুষকে এক বেলার খাবার তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

স্বপ্না খন্দকার বলেন, ‘দেশে অঘোষিত লকডাউন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে দিনমজুরসহ গরিব-দুঃখী মানুষ। এমতাবস্থায় সরকারের দিকে না তাকিয়ে দেশের প্রতিটি স্বাবলম্বী মানুষের উচিত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। তাদের এক বেলা দু’মুঠো ভাত মুখে তুলে দেওয়া আমাদেরই দায়িত্ব। আর তাই নিজের নৈতিক দায়িত্ববোধ থেকেই কিছু কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’