নান্দাইলে ট্রাকচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মালবাহী একটি ট্রাকের চাপায় এক পান ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— নান্দাইল পৌরসদরের কাকচর গ্রামের আব্দুর রশিদ (৬৫) ও শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের পান ব্যবসায়ী সিরাজ উদ্দিন (৬০)।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌরসদরের খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক সড়কের কিনারা ধরে দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় সাইকেলে করে পান নিয়ে বাজারে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। এ সময় তাকে ও সামনে হেঁটে যাওয়া আরেক পথচারীকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।