নিরাপদ দূরত্বে দিনমজুররা, গা ঘেঁষে অতিথিরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

গা ঘেঁষেই ত্রাণ বিতরণ করছেন অতিথিরা, ছবি: বার্তা২৪.কম

গা ঘেঁষেই ত্রাণ বিতরণ করছেন অতিথিরা, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের নান্দাইলে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ বন্ধ রেখে বাড়িতে থাকা ৩০০ অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিতরণের জন্য হতদরিদ্রদের নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তবে যারা বিতরণ করছিলেন তারাই দাঁড়িয়েছিলেন গা ঘেঁষে।

ত্রাণ বিতরণ করেন- ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহিম সুজনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) নান্দাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণের সময় এমন চিত্র দেখা যায়।

ত্রাণ বিতরণের এমন দৃশ্য দেখে অনেকে ‘টিপ্পনী’ কেটে বলেন, ‘মনে হচ্ছে নিয়ম শুধু দিনমজুরদের জন্য, প্রশাসনিক-জনপ্রতিনিধি কিংবা নেতাকর্মীদের জন্য নয়। ভাইরাস শুধু সাধারণ মানুষকেই ধরবে আর তাদের ছেড়ে দিবে।’

বিজ্ঞাপন
সামাজিক দূরত্বে দাঁড়িয়ে আছেন ত্রাণ নিতে আসা দিনমজুররা

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহিম সুজন বলেন, ‘আমাদের আশপাশের কারোর মুখে মাস্ক ছিল কিনা সেদিকে লক্ষ্য করিনি। ভবিষ্যতে সতর্ক থাকব।’

ময়মনসিংহ-৭ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ‘অনেক মানুষের চাপে হয়তো একসঙ্গে হয়ে গিয়েছিলাম। বিষয়টি এত খেয়াল করিনি।’