বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেছেন, বাহিনীর পক্ষ থেকে গ্রাম পর্যায়ের শিক্ষিত তরুণদের প্রশিক্ষণ বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৮৫ হাজার তরুণদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ শেষে তারা যেন উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ার আস্থা অর্জন করতে পারে । পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্য বিভিন্ন সেবামূলক কাজের জন্য তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশ অলরেডি প্রশিক্ষণপ্রাপ্ত লোক নিতে চাহিদা দেখাচ্ছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার আয়োজনে আনসার ভিডিপি'র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের অন্য কোন সংস্থার পক্ষে প্রত্যন্ত অঞ্চলে তড়িঘড়ি করে পৌঁছানো বা কাজ করা সম্ভব নয় আনসার বাহিনী ব্যতীত। তাই আমরা বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা আরও ভালো কিছু করবো।
অতিরিক্ত মহাপরিচালক ফিদা বলেন, আমাদের বাহিনীকে সামনে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তা নিয়ে আমাদের মহাপরিচালক কাজ করে যাচ্ছেন। একটু সময় লাগবে সকল সমস্যা সমাধান হবে। চাকরির সুযোগ প্রসঙ্গে বলতে আমাদের অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তাদের নিয়ে কাজ করছি, ভালো কিছু হবে। আমাদের স্বাস্থ্য সেবা খুবই দুর্বল, আমরা সে ব্যাপারে কাজ করছি, যাতে অল্প খরচে এমবিবিএস চিকিৎসক দ্বারা ভালো চিকিৎসা এবং ঔষধ সেবা ব্যবস্থা করা হয় সার্বক্ষণিকের জন্য।
এই অনুষ্ঠানে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।
এ সময় তারাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, রংপুর সিভিল সার্জন ডা. মোস্তফা জামাল চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)।
এই অনুষ্ঠানে ভালো কাজে স্বীকৃতি স্বরুপ ৪ টি বাইসাইকেল, ৪০টি ছাতাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার কর্মকর্তাগণ ও রংপুর জেলার ৮ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।