তৃতীয় দিনে মমেক-এ ৬১ জনের করোনার নমুনা পরীক্ষা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

মমেক-এ তৃতীয় দিনের মতো করোনার নমুনা পরীক্ষা হচ্ছে/ছবি: বার্তা২৪.কম

মমেক-এ তৃতীয় দিনের মতো করোনার নমুনা পরীক্ষা হচ্ছে/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ৬১ ব্যক্তির নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে এর ফলাফল জানানো হবে। শুক্রবার (৩ এপ্রিল) মমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আমাদের কাছে আজ ৬১টি নমুনা এসেছে। এর মধ্যে শেরপুর জেলা থেকে ১০টি, জামালপুর থেকে ১০টি, নেত্রকোনা থেকে ১৬টি ও ময়মনসিংহ জেলার ২৫ ব্যক্তির নমুনা এসেছে। পিসিআর ল্যাবে নিয়োজিত চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টরা ইতোমধ্যে এর পরীক্ষা সম্পন্ন করেছেন। শনিবার এর ফলাফল পাওয়া যাবে।

এর আগে, গত দু’দিনে ৮ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা হয়েছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। মমেকে এ নিয়ে তিনদিনে মোট ৬৯ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হল বলে জানান প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

বিজ্ঞাপন