ময়মনসিংহে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় পাড়াভরাট এলাকায় এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আরিফুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ মার্চ) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে, গত ২৩ মার্চ রাতে ওই তরুণীকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে একটি গাছের ডালে তার মরদেহ ঝুলিয়ে রাখে তিন ধর্ষক। পরদিন মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে ২৬ মার্চ মাহাফুজুর রহমান ইছামুদ্দীন (১৮) এবং ২৯ মার্চ আশিকুল ইসলাম (১৯) নামে অপর দুই আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে এ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বিজ্ঞাপন