করোনায় দুদক পরিচালকের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালক মারা গেছেন।

সোমবার (০৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিজ্ঞাপন

মৃত্যুর খবরটি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা বার্তা২৪.কমকে বলেন, ওই কর্মকর্তার স্ত্রী ও সন্তান বর্তমানে আইসোলেশনে আছেন।

এর পাঁচ দিন আগে তার শরীরে কোভিড-১৯ (করোনাভাইরাস ডিজিজ) শনাক্ত হওয়ার পর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন

তবে কীভাবে দুদকের এ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন, সেটা জানা যায়নি। তার সংস্পর্শে আসা সবাইকেই চিহ্নিত করে বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) বা আইসোলেশনে রাখা হয়েছে।