কুষ্টিয়ায় তালিকা ধরে বাড়িতে চাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা প্রশাসনের ইমার্জেন্সি করোনা রেসপন্স কমিটির সভা

জেলা প্রশাসনের ইমার্জেন্সি করোনা রেসপন্স কমিটির সভা

তালিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে দশ টাকা কেজি চাল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

তিনি বলেছেন, কুষ্টিয়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল কিনতে আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। চাল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের ইমার্জেন্সি করোনা রেসপন্স কমিটির সভায় শেষে এমন তথ্য জানান জেলা প্রশাসক।

তিনি জানান, বিদ্যমান পরিস্থিতিতে একাধিক মানুষের একত্রিত হওয়া ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদ্ধতি কার্যকর কর হবে, এটা উদাহরণ হিসেবে ভালো কাজ করবে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, প্যানেল মেয়র মতিউর রহমান মজনু, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান।