কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবে ছাত্রলীগ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষকদের ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা ছাত্রলীগ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিক এক চিঠিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ফসলের মাঠে আজ পাকা ধান। করোনার প্রভাবে শ্রমিক সংকটে কৃষক তা ঘরে তুলতে পারছেন না। এমন অবস্থায় জেলা ছাত্রলীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া যাচ্ছে যে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবক হয়ে কৃষকের পাকা ধান কেটে কৃষকের ঘরে তোলার ব্যবস্থা করার জন্য।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বার্তা২৪.কমকে বলেন, বর্তমানে বিশ্বের সব দেশের পাশাপাশি আমাদের প্রিয় বাংলাদেশ করোনার ভয়াল থাবায় আক্রান্ত। এ সময় কৃষকের জমিতে পাকা ধান। আর সেই পাকা ধান কাটার জন্য কৃষকরা শ্রমিক পাচ্ছে না। অনেকেই টাকার অভাবেও পাকা ধান ঘরে তুলতে পারছে না। তাই আমাদের ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের কৃষকের পাকা ধান স্বেচ্ছাসেবক হয়ে কেটে তার ঘরে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার যেকোন কৃষক আমাদের সাথে যোগাযোগ করলে আমরাই তার ধান কাটার ব্যবস্থা করব।

বিজ্ঞাপন