লকডাউনে চলছে বহুতল ভবন নির্মাণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বনানীর ১৫ নম্বর রোডে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ

বনানীর ১৫ নম্বর রোডে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে ড্যাফোডিল কোম্পানির একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বনানী এলাকার ১৫ নম্বর রোডে ভবন নির্মাণের এ চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ড্যাফোডিল কোম্পানি গত ১ মাস যাবত ভবনটির নির্মাণকাজ অব্যাহত রেখেছে। নির্মাণকাজে সেফটি মেটাল ব্যবহার তো কছেই না, বরং বর্তমানে সরকারি লকডাউনের নির্দেশনাও মানছে না তারা।

স্থানীয়রা আরও জানান, বনানীর ১৫ নম্বর রোডে সকাল ৭টা থেকেই ভবনটির সামনে নির্মাণ শ্রমিকরা জড়ো হতে থাকেন কাজ শুরুর জন্য। ঘণ্টা খানেক পরে সামাজিক দূরত্ব না মেনে কোন নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই কাজ করেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, ড্যাফোডিলের মালিক সবুর খান এই ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে কোম্পানির লোকজন কোনও মন্তব্য করতে রাজি হননি।

বনানী থানার সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছুই জানে না বলে জানায় তারা।