নরসিংদীতে বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্ষোভ করছে নরসিংদীর পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষোভ করছে নরসিংদীর পোশাক কারখানার শ্রমিকরা।

নরসিংদীর মাধবদীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জজ ভূঁইয়া গ্রুপের জেএস লিংক পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১৯ এপ্রিল) সকালে এ বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে তারা। এতে মালবাহী গাড়ির দীর্ঘ যানজট তৈরি হয়।

জানা গেছে, ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত বেতন না দেয়ায় এই বিক্ষোভ করে শ্রমিকরা। বর্তমানে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

বিজ্ঞাপন

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাধবদীর ওই পোশাক কারখানার শ্রমিকরা বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তাদের বুঝিয়ে বাড়ি পাঠায় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।