নরসিংদীতে বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নরসিংদীর মাধবদীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জজ ভূঁইয়া গ্রুপের জেএস লিংক পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১৯ এপ্রিল) সকালে এ বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে তারা। এতে মালবাহী গাড়ির দীর্ঘ যানজট তৈরি হয়।
জানা গেছে, ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত বেতন না দেয়ায় এই বিক্ষোভ করে শ্রমিকরা। বর্তমানে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাধবদীর ওই পোশাক কারখানার শ্রমিকরা বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তাদের বুঝিয়ে বাড়ি পাঠায় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।