বগুড়ায় শিশুসহ ৫১ জন করোনায় আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনের তুলনায় ভাইরাসটির সংক্রমণ কমেছে।

শুক্রবার (১২ জুন) বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৪ জন করোনা পজেটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ৮৬টি নমুনা পরীক্ষার ফলে বগুড়ার ১৭ জন পজেটিভ।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ১৩ জন ও শিশু ৫ জন। এদের মধ্যে বগুড়া সদরে ২৯ জন, শিবগঞ্জে ৭, গাবতলীতে ১০ জন, দুপচাচিয়ায় ৪ জন এবং আদমদীঘিতে একজন।

বিজ্ঞাপন

বগুড়া জেলায় মোট করোনা আক্রান্ত ১১৮৬ জন। এরমধ্যে মোট সুস্থ হয়েছেন ৮৬ জন।

এদিকে বগুড়া শহরের মালতিনগরে বাড়িতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক রোগী শুক্রবার রাতে মারা গেছেন।