নমুনা সংগ্রহের ৫ দিন পর রেজাল্ট

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

সাভারে গত ১২ জুন সংগৃহীত নমুনার ফল ৫ দিন পর প্রকাশ করেছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেদিনের সংগৃহীত নমুনায় আরও ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজের মাধ্যমে নতুন ২১ জনে আক্রান্তের খবর নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদৌসী আক্তার।

বিজ্ঞাপন

তার দেওয়া তথ্য মতে, গত ১২ জুন ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, সাভারে এ পর্যন্ত ৩ হাজার ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৬৮২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৯ জন। হোম আইসোলেশনে আছেন ২৮৫ জনেরও বেশি।

বিজ্ঞাপন

গত ১২ জুনে সংগৃহীত নমুনার রেজাল্ট পাঁচ দিন পর প্রকাশ করা হলেও ১৩ থেকে ১৬ জুন পর্যন্ত সংগৃহীত নমুনার ফল এখনও পাওয়া যায়নি।