সেপ্টেম্বরে পদ্মা সেতু চালুর নতুন তারিখ জানাবেন ওবায়দুল কাদের

  • সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: শাহরিয়ার তামিম।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: শাহরিয়ার তামিম।

ঢাকা: চলতি বছরে শেষ হচ্ছে না সরকারের সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতুর কাজ। সেপ্টেম্বরের শেষদিকে পদ্মাসেতু চালুর নতুন তারিখ জানাবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বললেন, ‘কৌশলগত কিছু বিষয় আছে। অনেকগুলো কাজের উদ্বোধন অক্টোবরে হবে।  তখন বলা যাবে।’

 

রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে বার্তা২৪.কম দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানালেন ওবায়দুল কাদের।

সরকারের মেয়াদের মধ্যে সেতু চালু করা যাবে না এমন প্রসঙ্গে তিনি বললেন, ‘সত্য তো বলতে হবে। সেতুর ৫৭ ভাগ কাজ শেষ হয়েছে।

এ সময় কাদের আরও বলেন, ‘ খালেদা জিয়ার মতো জোড়াতালি দিয়ে কিছু করবো না। শেখ হাসিনার রাজনীতি ইলেকশনের জন্য নয় পরবর্তী জেনারেশনের জন্য। উন্নয়নটা নেক্সট ইলেকশনের জন্য নয়। আমরা না থাকলে যারা আসবে তারা করবে। আমরা জিতব এই কাজগুলোর জন্য। জেতার ব্যাপারে আশাবাদী। ভালোর জন্য আশাবাদী এবংমন্দের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন