কারো ধমকে সংবিধান পাল্টে যাবে না: খন্দকার মোশাররফ

  • স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঢাকা: কারো ধমকে সংবিধান পাল্টে যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেছেন, ‘সংবিধানে যা আছে, সেভাবেই ভোট হবে। কেউ কারাগারে বসে হউক, কারাগারের বাইরে হোক কিংবা আসমানে বসে যদি কেউ দাবি করে, সংবিধান পরিবর্তন না কইরা কি কারও কিছু করার শক্তি আছে? আপনার (খালেদা জিয়া) ধমকে আমরা কি সংবিধান রাতারাতি পরিবর্তন কইরা ফেলব? এটা কি সম্ভব হবে? এই সব দাবি-দাওয়া খালি পিতলের দাবি দাওয়ার মতো।’

বিজ্ঞাপন

রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘সবার অংশগ্রহণ তো দলের ব্যাপার। এটা তো আমাদের কাছে কোন চ্যালেঞ্জ নয়। নির্বাচন যথা নিয়মে হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে ভয় পাওয়ার, শঙ্কা করার বা উদ্বেগের তো কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এটাই তো আমরা প্রত্যাশা করি। যদি না কেউ ইচ্ছা কইরা প্লান কইরা জনগণের সমস্যা সৃষ্টি না করে।’

তিনি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি উপজেলা সেন্টারকে শহরে রূপান্তরের কাজ করছি। আমরা প্রায় প্রতিটি গ্রাম সড়ক যোগাযোগের আওতায় এনেছি। বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থা থাকলে গ্রাম আর গ্রাম থাকবে না। শহর হয়ে যাবে।’

ফরিদপুর সিটি করপোরেশন কবে হবে- জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ফরিদপুর সিটি করপোরেশন সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। এটা নিকারে যাবে এরপরই চূড়ান্ত হবে।’

সাত কাউন্সিলরের শপথগ্রহ:

দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে নির্বাচিত ১ জন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ জন নব নির্বাচিত কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত কাউন্সিলর মোঃ মোকাদ্দেস হোসেন জাহিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম দুলাল, ৪২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৪৮ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সফি উদ্দিন, ৫১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন, ৫৩ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলেমান হায়দার ও ৯ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর খন্দকার নূরন্নাহার শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০১৮ তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপনির্বাচনে নির্বাচিত ঘোষিত প্রার্থীর তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং গত ৩০ জুলাই ২০১৮ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।