২০ দলের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১ এপ্রিল) এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ আজ এক দুঃসহ সংকট মোকাবিলা করছে। বাংলাদেশে এ মহামারির ব্যাপকতা ক্রমেই বাড়ছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম ও জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে। এ দুঃসময়ে দেশের সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নানা শ্রেণি-পেশার সংগঠন অর্থাৎ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলা করতে হবে।

এ মহামারি প্রতিরোধে যথাসময়ে যথাযোগ্য প্রস্তুতি গ্রহণে সরকারি উদ্যোগের অভাব রয়েছে দাবি করে তিনি এ সময় ২০ দলীয় জোটভুক্ত সব দলের সারাদেশের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন