‘রাজনৈতিক বিভেদ করোনাকে আরও বিধ্বংসী করবে’

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

করোনাভাইরাস পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ ভাইরাসটিকে আরও বিধ্বংসী করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাক্ষণিকভাবে মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন। এ সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই, এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই করোনাকে পরাজিত করার সবচেয়ে বড় হাতিয়ার।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আরও বলেন, জনগণকে আমি ধৈর্য ধরার অনুরোধ করছি, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। আমাদের আরও কিছুদিন ধৈর্যধারণ করতে হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে।

খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এখন সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকার আহ্বান জানাচ্ছি।